সিরাজগঞ্জে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

স্থানীয়রা জানায়, সরকারের পক্ষ থেকে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয়-স্বজনদের মধ্যে এসব বিতরণ করেন। বঞ্চিন হন অধিকাংশ মানুষ। আজ রোববার সকালে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারে শত শত মানুষ ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ইউপি চেয়ারম্যানের সমন্বয়হীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। যারা ত্রাণ পায়নি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে ত্রাণ বিতরণে অনিয়ম বা সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী। তিনি দাবি করেন, যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকেই দেয়া হয়েছে। তাকে হেয় করোর উদ্দেশ্যে একটি গোষ্ঠী ইন্ধন দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বলে অভিযোগ তার।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলাতেও খাদ্যসামগ্রী না পেয়ে মানবন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের তেঁতুলিয়া পূর্ব গ্রামে দুই শতাধিক পরিবার প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস তাদের কাজ নেই। এখানে কোনো খাদ্যসহায়তা আসেনি। এলাকার মেম্বার মো. জিন্নাহ মন্ডলও কোনো খোঁজখবর নিচ্ছেন না। ২০ দিন আগে সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোনো খবর নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জিন্নাহ মন্ডল বলেন, আমার ওয়ার্ডে মাত্র ১৭ জনের জন্য বরাদ্দ পেয়েছিলাম। সেগুলো বণ্টন করা হয়েছে। আবার বরাদ্দ পেলে বাকিদের দেয়া হবে। তেঁতুলিয়া পূর্বপাড়া এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি বলে স্বীকার করেন তিনি।

এ ইউনিয়নে যা ত্রাণ এসেছিল সবই মেম্বারদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে জানিয়েছেন ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর।