রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের আট দোকানির কাছ থেকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তদারকিকালে বেশি দামে আদা, রসুন, আলু বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ১৫ হাজার, বেশি দামে আদা বিক্রির অপরাধে মনির স্টোরকে পাঁচ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ইমা স্টোরকে তিন হাজার, আরিফ স্টোরকে তিন হাজার, উজ্জ্বল মাংস ঘরকে এক হাজার, রেজাউল স্টোরকে চার হাজার, রাবেয়া স্টোরকে তিন হাজার ও হাজি শাহ আলম স্টোরকে দু’ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে উপস্থিত জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা ও অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার অনুরোধ করেন কর্মকর্তারা। অভিযানটি পরিচালনা করেন সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব যশোরের কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য আব্দুর রকিব সরদার।