যশোরে সড়ক দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

Jessore map

বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালানো এবং দুর্ঘটনা ঘটিয়ে যাত্রী মারা যাওয়ার ঘটনায় কোতয়ালি থানায় চালক কাজল হোসেনের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বেনাপোল পোর্ট থানাস্থ বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

কোতয়ালি থানার এসআই লিটন মিয়া দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ৫ মে রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল থেকে কাজল হোসেনের প্রাইভেটকার করে (যশোর-ক-০২-০০৪৮) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী হালিমা (২৩)। তাদের বহনকারী প্রাইভেটকারটি যশোরের চাঁচড়া পালবাড়ি সড়কের ইউনিক পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশে বেপরোয়া গতিতে আঘাত করে। একে মারাত্মক জখম হন জাহিদুল ইসলাম ও হালিমা খাতুন। তাদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমা খাতুনকে মৃত বলে ঘোষনা করেন। চালক কাজল ও অপর যাত্রী জাহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বেপারোয়া গাড়ি চালানো অপরাধে কাজলকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়।