অবশেষে ধরা খেলেন জিনের বাদশা!

কিশোরগঞ্জে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার সময় নকল সোনার পুতুল ও প্রাইভেটকারসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

রবিবার দুপুরে শহরের গাইটাল এলাকা থেকে জয়নাল আবেদিন ও মতিউর রহমান নামে ওই দুই প্রতারককে আটক করে র‌্যাব। তাদের বাড়ি গাইবান্ধা জেলার পলশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায়।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম. শোভন খান জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সোনার পুতুল দেয়ার কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছিল।

শহরের বগাদিয়া এলাকার বাসিন্দা সোহাগ মিয়া নামে এক যুবককে ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ দেড়লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ওই দুই প্রতারক। আরও টাকা টাকা দেয়ার জন্য প্রতারকরা তাকে চাপ দিলে বিষয়টি ল্যাবকে জানানো হয়।

দুপুরে প্রাইভেটকারে করে টাকা নিয়ে আসলে কাঠেই ওঁৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে তিনটি নকল সোনার পুতুল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রতারক চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।