জার্মানিতে নতুন করে সংক্রমণের গতি বৃদ্ধি কোভিড নাইন্টিনের

coronavirus

জার্মানিতে নতুন করে ছড়াতে শুরু করেছে কোভিড নাইন্টিন প্রকোপ। যেখানে এক সপ্তাহ পূর্বেই এই রোগ ছড়ানোর হার ছিল ০.৬৫ জন সেখানে এটি বেড়ে এখন হয়েছে ১.১ জন। অর্থাৎ প্রায় দুইগুন হারে ছড়াতে শুরু করেছে কোভিড নাইন্টিন। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই স্বাস্থ্য বিপর্যয়ে পড়ার আশঙ্কা করছে দেশটি।

এরইমধ্যে বিধিনিষেধ শিথিল করেছে জার্মান সরকার। ঘোষণার তিন দিনের মাথায়ই নতুন করে সংক্রমণ বৃদ্ধির এ তথ্য জানা গেলো। এমন অবস্থায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। জার্মান সরকারের টার্গেট ছিল গড়ে সংক্রমণের মাত্রা একের নিচে রাখা।

কিন্তু তা ইতিমধ্যে ১.১ এ পৌঁছে গেছে। ফলে স্বাস্থ্য ক্ষেত্রে চাপ বাড়ছে। দেশটির হিসেবে, ১.১ জন হারে যদি এ সংক্রমণ বাড়তে থাকে তাহলে অক্টোবর মাস পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে জার্মানি। তবে ১.২ হয়ে গেলেই তা কমে জুলাই মাসে চলে আসবে। এর থেকে বেশি বাড়লে তা নতুন সংকট সৃষ্টি করবে।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার জন। এরমধ্যে মারা গেছেন ৭ হাজার ৩৬৯ জন৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৩০০ জন৷ দেশটিতে এখন ১৯ হাজার ৭৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাদের মধ্যে নিবিড় পরিচর্যায় রয়েছেন ১ হাজার ৬৫০ জন৷ এছাড়া প্রস্তুত রাখা হয়েছে আরো ১২ হাজারের বেশি আইসিইউ।