টেস্ট নিয়ে কৌতুক করেছিলেন ট্রাম্প

করোনাভাইরাস নিয়ে একেক সময় একেক ধরনের মন্তব্য করে আলোচনা বা সমালোচনায় থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার ওকলাহোমায় নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে করোনাভাইরাস পরীক্ষাকে ‘দুই দিকে ধার আছে এমন তলোয়ার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই টেস্টের কারণেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত হচ্ছে।

ওই সমাবেশে ট্রাম্প বলেন, যখন আপনি পরীক্ষা করবেন… তখনই আপনি আরও বেশি লোক পাবেন, আরও বেশি আক্রান্ত লোক পাবেন, তাই আমি আমার লোকজনকে বলেছিলাম টেস্টের গতি শ্লথ করে দিতে।

পরে প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যে, তিনি কৌতুক হিসেবে এই মন্তব্য করেছেন।

সোমবার তিনি এবিষয়ে টু্ইট করে বলেছেন, একটি দেশ যত বেশি পরীক্ষা করবে, সেদেশে তত বেশি আক্রান্ত লোক পাওয়া যাবে।

তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই মন্তব্যের সঙ্গে একমত নন।

যুক্তরাষ্ট্রে প্রায় ২৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

সূত্র: বিবিসি