যশোরে করোনা উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯জন

coronavirus jessore map

গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ১৯জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যায় ৩৪২ জন। আর সুস্থ হয়েছেন মোট ১২৭ জন।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে ওহাব আলী (৭০) নামে একজনের মৃৃৃৃত্যু হয়েছে৷ তিন সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মৃৃৃত কেরামত আলীর ছেলে৷

হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ করোনা উপসর্গ নিয়ে মৃৃৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ২২জুন ভোর ৬টার দিকে করোনা উপসর্গ নিয়ে ওহাব আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয় সকাল ১১টা ২০মিনিটে মেডিসিন বিভাগের ডাক্তার সোলাইমান কবির
তাকে মৃত ঘোষনা করেন৷ তার নমুনা সংগ্রহ করা হয়েছে৷ স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফনের জন্য পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে৷

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, আজ ২২ জুন করোনার টেস্টের ফলাফলে যশোরে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ৮২টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে৷ তারা হলেন সদর উপজেলার ১৩জন, অভয়নগর উপজেলার ৪জন, মনিরামপুর উপজেলার ১জন, বাঘারপাড়া উপজেলার ১জনসহ জেলায় মোট নতুন করে ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ মোট পজেটিভ রোগীর সংখ্যা ৩৪২ জন, ছাড়পত্র দেওয়া হয়েছে ১২৭ জনের, মারা গেছে ২জন৷ নতূন পজেটিভ রোগীর অবস্থান ও তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেন সিভিল সার্জন৷