যশোরে আরো ২৩ জনের করোনা শনাক্ত

coronavirus jessore map

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় যশোরে নতুন করে আরো ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।

এদিন যবিপ্রবি’র ল্যাবে ৬ জেলার মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০টি পজেটিভ ফল দিয়েছে। বাদবাকি ২৩০টি নমুনার ফল নেগেটিভ আসে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ টিমের সদস্য ড. শিরিন নিগার।

এছাড়া সোমবার যবিপ্রবি ল্যাবে পরীক্ষিত অন্যান্য পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টার থেকে জানানো হয়।

যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন সংবাদিকদের বলেন, যশোরে ১০৯ টি নমুনার মধ্য নতুন ২৩টি এবং ফলোআপ ৫টি রিপোর্ট পজেটিভ এসেছে৷ মোট ২৮টি নমুনা পজেটিভ এসেছে৷
আক্রান্ত ব্যাক্তিদের এলাকা সনাক্ত করে আইনগত প্রয়োজনিয় ব্যাবস্তা গ্রহন করা হবে৷