যশোরে আরো ২৩ জনের করোনা শনাক্ত

coronavirus jessore map

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষায় জেলায় ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের পজেটিভ হওয়া ৩১টি নমুনার মধ্যে ২৩টিই নতুন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।

যশোরের ১০৪টি নমুনা পরীক্ষা করে ৩১টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে নতুন নমুনা ৩১টি ও ৬টি ফলোআপ এবং ২টির সম্পুর্ন পরিচয় শনাক্ত করতে পারেনি সিভিল সার্জন অফিস।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার তাদের ল্যাবে যশোরের নমুনা ছিল ১০৪টি। এতে ৩১টি পজেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান, ড. শিরিন।

এদিকে, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আজ বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টার থেকে ১০৪টি রিপোর্টে পাওয়া যায় তার মধ্যে ৩১টি পজেটিভ নমুনার মধ্যে নতুন ২৩টি। ফলোআপ ৬টি ও ২টি সম্পুর্ন পরিচয় শনাক্ত করা যায়নি৷