যুক্তরাষ্ট্রকে চীনের পাল্টা জবাব, নিষিদ্ধ হচ্ছে ৪ গণমাধ্যম!

china usa

চীন যে চারটি মার্কিন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার নাম প্রকাশ করেছে। বুধবার চারটি গণমাধ্যমকে কর্মচারী ও অন্যান্য বিষয়ে বিশদ প্রকাশের সাত দিনের সময় দেওয়া হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সম্ভাব্য তালিকায় থাকা চারটি গণমাধ্যম হলো দ্যা অ্যাসোসিয়েট প্রেস, ই্উনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস, এনপিআর। এর পাশপাশি চারটি রাষ্ট্রীয় গণমাধ্যমকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা যেতে পারে।

চীনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা মিডিয়া সংস্থাগুলোর উপর অযৌক্তিক নিপীড়নের বিরুদ্ধে সম্পূর্ণ প্রয়োজনীয় প্রতিরোধ বলা হচ্ছে।
প্রথম শ্রেণির গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের চীনা কর্মীদের ছাটাই করার নির্দেশ দেওয়ার পরে, বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের হয়ে কর্মরত বহিরাগতদের বহিষ্কার করে।