উত্তপ্ত অবস্থার মধ্যেই কেঁপে উঠল লাদাখ

ladak

লাদাখে ভারত-চীন সীমান্তে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সেখানে দুই দেশের সেনা বাহিনীর মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে। এতে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এমন উত্তপ্ত অবস্থার মধ্যেই কেঁপে উঠল লাদাখ।

রবিবার ফের ভূমিকম্প কেঁপে ওঠে কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৭। ভারতীয় সময় অনুসারে ভোর ৩ টে ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৭ মিনিট) এই কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই কম্পন আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানাচ্ছে, “৪.৭ মাত্রায় কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।”

ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবারেই ভূ-কম্পনে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। সেদিন ওই কম্পনের মাত্রা ছিল ৪.৫। সূত্র: কলকাতা২৪