যশোরে নতুন করে আরো ৫০জনের করোনা শনাক্ত

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষিত ১২০ টি নমুনাগুলোর মধ্যে যশোরে ৪৬টি নমুনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ২০ নমুনার রিপোর্ট এসেছে তার মধ্যে ৪টি পজেটিভ রিপোর্ট৷ সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে যশোরে ৫০ টি করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷

বিষয়টি যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন নিশ্চিত করেন৷

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার ল্যাবটিতে যশোর জেলার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬টি পজেটিভ শনাক্ত।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন স্থানীয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যবিপ্রবি থেকে ১২০টি রিপোর্ট এসেছে তার মধ্য ৪৬ জনের করোনা পজেটিভ এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ২০টি রিপোর্ট এসেছে তার মধ্যে ৪টি নমুনা পজেটিভ এসেছে৷ তিনি জানান সব মিলিয়ে নতুন করে যশোরে ৫০টি করোনা পজেটিভ শনাক্ত হলো৷
এ পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে।