করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাজ করছে সেনাবাহিনী

মহামারী করোনা মোকাবেলায় চোখে স্বপ্ন আর বুকে প্রত্যয় নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাস।

করোনা পরিস্থিতিতে বৃহত্তর যশোর অঞ্চল চরম ঝুঁকিতে থাকলেও কোন রকমের আতঙ্ক নেই সাধারণ মানুষের মাঝে। ঈদকে সামনে রেখে মার্কেট/শপিংমলগুলোতে চলছে কেনাকাটার ধুম। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে ক্রয়/বিক্রয় করতে মার্কেট এলাকায় প্রতিনিয়ত জনসচেতনতা সৃষ্টি মূলক প্রচারণা এবং প্রেষণা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

এছাড়াও গণপরিবহন মনিটারিং, রেড জোন চিহ্নিত এলাকায় নজরদারি বৃদ্ধি, ত্রাণ বিতরণ, খাদ্য সংকট মোকাবেলায় বীজ বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানসহ সকল প্রকার জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে আম্পান পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে উপকূলবর্তী সাতক্ষীরা এবং খুলনার বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মান অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সেবা ও খাদ্য সহয়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।