কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

najib rajak

ক্ষমতার অপব্যবহার করে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতে সাতটি মামলায়ই দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নাজিব রাজাক। করোনাভাইরাসের মধ্যে আলোচিত এ মামলার রায় শুনতে আদালতে হাজির হন বহু মানুষ। এ সময় বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজ্জালি সবার সামনে রায় পড়ে শোনান।

আদালত রায়ে বলেন, এ মামলার সব সাক্ষ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

নাজিবের বিরুদ্ধে প্রমাণ হওয়া সাতটি অভিযোগের মধ্যে একটি হলো ক্ষমতার অপব্যবহার। বাকিগুলোর মধ্যে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তিনটি, তিনটি অভিযোগ রয়েছে অর্থ আত্মসাতের। তার বিরুদ্ধে আরও ৩৫টি অভিযোগ বিচারাধীন।

মালয়েশিয়ার আইনে এ ধরনের অপরাধে ১৫-২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও রায় হওয়ার আগে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন বলে জানিয়েছিলেন নাজিব রাজাক।