বেনাপোলে টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল। সোমবার রাত সাড়ে ৯ টার সময় বিজিবি বেনাপোল পোর্ট খানার ছোট আঁচড়া মন্দিরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে। তবে কোন চোরাচালানি মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি।

বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়া বলেন, গোপন সংবাদের মাধ্যেমে বেনাপোলের ছোট আঁচড়া মান্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের টায়ার উদ্ধার করা হয়। এসময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে টায়ারটি ক্যাম্পে এনে সাংবাদিকদের উপস্থিতিতে খুলে ৪০০ বোতল ফেনসডিল পাওয়া যায়। ফেনসিডিলের চালানটি ভারত থেকে চোরাকারবারিরা নিয়ে এসেছে বলে তিনি জানান।

৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে এনে নষ্ট করে দেওয়া হবে।