যশোরে স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বামীর ম্বীকারোক্তি

jessore map

যশোরের কেশবপুরের রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূ সেলিনা বেগমকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে স্বামী ওদুদ মোল্লা।

বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু আসামির এ জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওদুদ রামচন্দপুর গ্রামের মৃত গহর আলীর ছেলে। ভাত না রাধায় লাঠি দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে ওদুদ মোল্লা।

ওদুদ জবানবন্দিতে জানিয়েছে, ১৫ বছর আগে পাঁচ বাকাবর্শি গ্রামের মৃত লিয়াকত আলীর মেয়ে সেলিনা বেগমকে বিয়ে করে। সংসার জীবনে তাদের মাঝেমধ্যে ঝগড়া হতে। চলতি বছরের ১৩ জুলাই বাইরে থেকে এসে দেখে তার স্ত্রী ভাত রান্না করেনি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ডাল দিয়ে সেলিনার হাতে মারতে গেলে মাথায় লেগে যায়। সেলিনার নাক দিয়ে রক্ত পড়ছিল। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই সেলিনা বেগম মারা যায়। সেলিনাকে হত্যার অভিযোগে তার মামা রামচন্দ্রপুর গ্রামের আজিজুর গাজী বাদী হয়ে ওদুদকে আসামি করে ২৮ জুলাই হত্যা মামালা করেন।