যশোরের কেশবপুরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত, শার্টারগান ও গাঁজা উদ্ধার

যশোরের কেশবপুরে রোববার ২ আগস্ট রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইট ভাটা পাশ থেকে পুলিশ ১৫ মাদক মামলার আসামি মনিরুজ্জামান (৩৮) ওরফে মনির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। একই সাথে ঘটনাস্থল থেকে ১টি শার্টার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত আনুমানিক তিনটার দিকে তারা খবর পায় উপজেলার দোরমুটিয়া গ্রামের জনৈক আবুল হোসেন আজাদের ইটের ভাটার পূর্ব পাশে গোলাগুলি হচ্ছে। এ খবরের ভিত্তিতে কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন ফোর্সসহ সেখানে যেয়ে দেখে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা পুলিশকে জানায় তার নাম মনিরুজ্জামান ওরফে মনি। পিতার নাম জামাল উদ্দিন। গ্রাম দোরমুটিয়া। পুুলিশ তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি শার্টারগান দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন জানান, নিহত মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার নামে কেশবপুর থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।