যশোরে নতুন করে ৭৭জন আক্রান্ত, ১ জনের মৃত্যু

coronavirus jessore map

গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছে। এ সময় নতুন করে আরো এক জনের মৃত্যুর খবর জানিয়েছেন যশোরের স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তির নাম আমিরুজ্জামান (৪৩)। তিনি যশোরের চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়ার বাসিন্দা।

৪ আগষ্ট আমিরুজ্জামানের শরীর থেকে নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে ৬ আগষ্ট বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ আসে।

শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১৬৮ টি রিপোর্ট প্ররেণ করেন। এর মধ্যে ৭৭টি করোনা ভাইরাস পজিটিভ। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ যাবত মোট আক্রান্তর সংখ্যা ২০৯২ জন। সুস্থ্য হয়েছেন ১১৯৫জন। নতুন একজন মৃত্যু নিয়ে যশোর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জন।

যশোরের সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে যশোর জেলায় ৭৭জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৪২জন, কেশবপুর উপজেলায় ১৫জন, মণিরামপুরে ৭জন, ঝিকরগাছায় ৬জন, শার্শায় ৪জন, চৌগাছায় ২জন ও অভয়নগর উপজেলায় ১জন রয়েছেন। গত ১০ মার্চ থেকে ৬ আগষ্ট পর্যন্ত যশোর জেলা থেকে যতগুলি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে বর্তমানে ১২৫৬ টি নমুনা পেন্ডিং রয়েছে।