সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগের কথা শ্রিংলাকে জানালো বাংলাদেশ

চলতি বছরের শুরু থেকে সীমান্তে অনাকাক্ষিত হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে ঢাকা। ঢাকার এই উদ্বেগের বিষয়টি সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার দৃষ্টি আকর্ষণ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তবে, বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।

বুধবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। গত ৬-৭ মাস নিহতের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি, ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি।’

আগামী মাসে বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আছে জানিয়ে মাসুন বিন মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বৈঠকের আগে নতুন বিএসএফ ডিজিকে সীমান্ত হত্যার বিষয়টির নিয়ে নির্দেশনা দেবেন।’

চলতি বছরের জানুয়ারি মাসে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বেশি ঘটে। বছরের শুরুর তিন মাসে প্রায় ১৩ জনের মতো ভারতের বিএসএফের গুলিতে নিহতের সংবাদ আসে গণমাধ্যমে। এরপর প্রতি মাসেই সীমান্তে বাংলাদেশি নিহতের খবর দেখা যায়। সর্বশেষ গত তিনদিন আগেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বলতে গিয়ে মাসুদ বিন মোমেন জানান, দুই সচিবের বৈঠকে দুই দেশের দেশের পররাষ্ট্র মন্ত্রী পযায়ে বৈঠকের বিষয়ে ভারত প্রস্তাব দিয়েছে।

আলোচনায় রোহিঙ্গা ইস্যু গুরত্ব পেয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমরা তাদের সমর্থন দিয়েছিলাম। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘে এই ইস্যুতে তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।’

তিস্তা নিয়ে বৈঠকে কোনো আলোচনা ছিল কিনা-জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, এ বিষয়ে কোনো কথা হয়নি।

চলমান করোনা পরিস্থির মধ্যে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা সংক্রান্ত এয়ার বাবল চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাসুদ বলেন, ‘বিমান পরিষেবা সংক্রান্ত এয়ার বাবল চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, এবং বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে। আশা করছি দ্রুত করে ফেলতে পারব।’