বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল ও ভারতীয় পণ্য উদ্ধার

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ক্রীম, চকলেট, ইনজেকশন ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি এবং পুলিশ। তবে কোন চোরাচালানি আটক হয়নি।

বৃৃহস্পতিবার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত অভিযানে এসব পণ্য উদ্ধার হয়।

বেনাপোল পোর্র্ট থানা পুলিশ জানায়, বড়আঁচড়া বাগে জান্নাতের পিছনে শাহজাহানের বাড়ির পিছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং সাদিপুর সীমান্ত থেকে ১৪০০ শত পিছ গোমেলা ক্রীম ও ৭০০ পিছ কিটকাট চকলেট উদ্ধার করা হয়।

দৌলতপুর ক্যাম্পের বিজিবি সুত্র জানায়, দৌলতপুর পাকা রাস্তার উপর থেকে ভারত থেকে নিয়ে আসা ৪৬৮০ পিছ ইনজেকশন উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।