মেসিকে সামলানো কঠিন: সেতিয়েন

messi

বার্সেলোনার কোচ হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করেছেন সাবেক রিয়াল বেতিস বস কিকে সেতিয়েন। গত মৌসুমে লা লিগা না জেতা ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার কারণে সেতিয়েনকে ছাঁটাই করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই কিকে সেতিয়েন বলেছেন, মেসিকে সামলানো কঠিন। আর্জেন্টাইন এই তারকার যে ব্যাপক খ্যাতি তার কারণেই কোচের পক্ষে তার সমালোচনা করা কঠিন ছিল।

আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পর গত জানুয়ারিতে বার্সেলোনার হট সিটে বসেন কিকে সেতিয়েন। এই পদে তিনি ছয় মাস থাকতে পেরেছেন। গত আগস্টে সেতিয়েনকে ছাঁটাই করা হয়।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই হারের পরই সেতিয়েনের বিদায় নিশ্চিত হয়ে যায়। সেতিয়েনের অধীনে কোনো ট্রফি না জিতেই গত মৌসুম শেষ করে বার্সেলোনা।

গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে তৎপর হয়েছিলেন মেসি। কিন্তু শেষমেশ মেসি তার শৈশবের ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কের সঙ্গে এক সাক্ষাৎকারে লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছেন কিকে সেতিয়েন। এই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে সামলানো কতটা কঠিন?

সেতিয়েন বলেছেন, ‘আমি মনে করি, মেসি সর্বকালের সেরা। আরো গ্রেট প্লেয়ার ছিল। কিন্তু মেসি যেভাবে বছরের পর বছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন তা কেউ পারেননি।’

তিনি আরো বলেন, ‘লিওকে (মেসি) সামলানো কঠিন। তাকে পরিবর্তন করার আমি কে? যদি তারা তাকে এভাবে বছরের পর বছর মেনে নেয় এবং পরিবর্তন না করে।’

তিনি বলেন, ‘তার মধ্যে খেলোয়াড়ের বাইরেও অন্য জিনিস আছে। এটাকে সামলানো কঠিন। খুবই কঠিন। অনেক খেলোয়াড়ের মধ্যে এটি সহজাত যেটা মাইকেল জর্ডানের ডকুমেন্টারিতে দেখা যায় (‘দ্য ল্যাস্ট ড্যান্স’)।’

সেতিয়েন বলেন, ‘সে স্বল্পভাষী। কিন্তু সে যেটা চাই সেটাই আপনাকে করে দেখাবে। সে খুব বেশি কথা বলে না। ক্লাব ছাড়ার পরে আমার মনে হয়েছে, আমি অন্য সিদ্ধান্ত নিতে পারতাম। আপনাকে সেটাই করতে হবে যেটা ক্লাবের জন্য মঙ্গলজনক।’