বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি মাসেই মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আগের কয়েকবার উপেক্ষিত থাকলেও এবার দলে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। এর মধ্যে ছিলো দীর্ঘ ১৪ বছর পর বলিভিয়ার বিপক্ষে বিশ্বের উচ্চতম স্টেডিয়াম লা পাজে জয় লাভ করা। ফলে সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে লিওনেল মেসির দল।

পরবর্তি দুই ম্যাচ অর্থাৎ প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে জিতলে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে আর্জেন্টিনা। প্রাথমিকভাবে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে পারফরম্যান্সের বিচারে পরবর্তীতে আর কিছু ফুটবলার ডাক পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

একনজরে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে আর্জেন্টিনা দল

গোলরক্ষক: মার্টিনেজ, মার্সেচীন, নাহুয়েন পেরেজ

রক্ষণভাগ: নিকোলাস ওটামেন্ডি, ট্যাগলিয়াফিকো, মেদিনা, কুয়ার্তা, ক্যানেমান

মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, মার্কাস অ্যাকুনা, পাপু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগেজ, লো সেলসো, ডমিনগুয়েজ, পেরেইরা, রদ্রিগো প্যালাসিও

আক্রমনভাগ: অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস ওকাম্পোস, মেসি, মার্টিনেজ, পাওলো ডিবালা, এলারিও, গঞ্জালেজ।