পুতিনের ক্ষমতা ছাড়ার খবরকে গুজব বলল রাশিয়া

1

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে জানুয়ারিতেই ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন এবং গণমাধ্যম আজগুবি কথা প্রকাশ করেছে। ডেইলি মেইলের।

পেসকভ আবারও বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা বা পরিকল্পনা পুতিনের নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে সম্প্রতি ব্রিটিশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে।

ডেইলি মেইল পত্রিকা এক প্রতিবেদনে লিখেছিল– মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে,প্রেসিডেন্ট পুতিন পারকিনসন্স রোগের কারণে আগামী জানুয়ারি মাসেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।