পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতির ১৬ দলীয় ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রতিদ্বন্দ্বিতা করে বাঘারপাড়া হাসপাতাল গেট দল ও খানপুর নজির আহম্মেদ দল।
বিকেল ৪টায় রেফারি শরিফুল ইসলাম মিঠুর বাঁশিতে খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে উভয় দলই কোন গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে বাঘারপাড়া দল ৭-৬ গোলে খানপুর দলকে হারায়। বিজয়ী দলের শাওন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, ইউসুফ আলী খান, ইউপি সদস্য মোক্তার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির খাইরুল হাসান হীরা, আসাদুজ্জামান লিটন, লতা শেখ প্রমুখ।
এর আগে প্রথম সেমিফাইনালে মাগুরা দলকে টাইব্রেকারে হারায় একই জেলার সিমাখালী বণিক সমিতি দল। আগামী ২১ নভেম্বর নির্ধারিত সময়ে একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।