মাস্ক না পরায় বাঘারপাড়ায় সাতজনকে জরিমানা

যশোরের বাঘারপাড়ায় মাস্ক না পরার অপরাধে সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ও চাড়াভিটা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে দুই হাজার নয়শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি জানান, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে জনগণকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। এ কারণে যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থবিধি মেনে চলাচল করতে এ অভিযান অব্যাহত থাকবে।