যশোরে খাতা জমা দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

road accident

যশোরের শার্শায় ট্রাকের চাপায় পিস্ট হয়ে স্কুলছাত্রী সামিনা ইসলাম (১৩) নিহত হয়েছে। সে নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী এবং শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সামিনা ইসলাম (১৩) বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাতা জমা দিতে যাওয়ার সময় সাতক্ষীরা নাভারন সড়কের খাজুরার নেহা ফিলিং স্টেশনের সামনে পৌছুলে তার ভ্যানকে ট্রাকটি চাপা দেয়। ঘটনাস্থলে ওই ভ্যানের আরোহী সামিয়া নিহত হয় এবং ২ জন আহত হয়।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ টিটু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে নাভারন বুরুজবাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।