বেনাপোল দিয়ে ভারত সফরে গেছেন সাকিব

ভারতের কোলকাতা এম এল এ পরেশ পালের আমন্ত্রনণ ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন। দেশের এই খ্যাতিমান তারকা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শত শত ভক্ত ভিড় জমায় চেকপোস্ট এলাকায়।

বেলা ১২ টার সময় তিনি তিনজন সফর সঙ্গীসহ বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে ওপারে যান।

বিশ্বের এই অলরাউন্ডার এর সাথে ভারতে সফরসঙ্গী হিসাবে ছিলেন ডাক্তার কামরুল আহসান ও জিএম জিয়াউর রহমান।

সাকিব আল হাসান পেট্রাপোল বন্দরে প্রবেশ করলে তাকে কোলকাতার এম এল এ পরেশ পাল ফুলেল শুভেচ্ছা জানান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন।