যশোরে ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ধারের টাকা পরিশোধ না করে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী হাসানুর রহমান। তিনি যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। এলাকায় তার জাহানারা এন্টারপ্রাইজ ও সোনার বাংলা সীড ফার্ম নামে আড়তদারী ও কৃষি পণ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যবসায়ীর কাজে চৌগাছার গরীবপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ^াস ছেলে সিনজেনটা বাংলাদেশ লি: পরিবেশক মোফাজ্জেল হোসেনের সাথে পরিচয় হয়। দীর্ঘদিন ধরে তার সাথে টাকা পয়সা লেনদেন হয়। সর্বশেষ সিনজেনটা থেকে কম দামে মাল ক্রয়ের কথা বলে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ২২ লাখ টাকা এবং আগস্টে ৩০ লাখ টাকা ধার হিসেবে নেয়। ২/১ মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করার কথা থাকলেও টাকা না দিয়ে ২ নভেম্বর ইসলামী ব্যাংক চৌগাছা শাখার অনুকূলে তাকে ৫০ লাখ টাকার একটি চেক দেন। ১২ নভেম্বর ওই চেক দিয়ে টাকা উত্তোলন করার জন্য তিনি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা নেই বলে ব্যাংক থেকে চেকটি ডিজঅনার করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে হাসানুর রহমান আরো উল্লেখ করেন, চেক দেয়ার পর মোফাজ্জেল হোসেন গত ১০ নভেম্বর চৌগাছা থানায় তাকে প্রধান আসামি করে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় মোফাজ্জেল হোসেনের দোকানের কর্মচারী আল আমিন রানা নামে এক কর্মচারীকে দুই নম্বর আসামি করা হয়েছে।
টাকা ফেরত না দিয়ে দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে তিনি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি মামলাটি প্রত্যাহার করে টাকা পরিশোধ করার জন্য আহবান জানান ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাসানুরের প্রতিবেশি আকুল হোসেন, মামলার ২ নম্বর আসামি রানার পিতা মিরাজ হোসেন, মা তাসলিমা বেগম, চাচা মোস্তাক আহম্মেদ, দাদা মধু সরদার।