বেনাপোলে ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ আটক ৪

প্রভাবশালী ঘাট মালিক ও রাজনৈতিক ছত্রছায়ার দাপট দেখিয়ে চোরাকারবারীদের সহযোগিতা করছে সীমান্ত এলাকায় কিছু লোক। এই চক্রের সহযোগিতায় ভারত থেকে ফেনসিডিল আসা থেমে নেই। তারই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫ টার সময় বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ভারতে তৈরী ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪জন বহনকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৪), একই গ্রামের আফছার উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২৭), বড়আঁচড়া গ্রামের সিরাজ হোসেনের ছেলে আলী মোহন (২৭) ও শিকড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৪)।

৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, টহল কমান্ডার নায়েক মিজানের নেতৃত্বে সাদিপুর সীমান্তের গলাচিপা পোস্ট থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার হয়। সেই সাথে ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। এই মাদক চালানের সাথে আর কারা জড়িত আছে সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। আসল মালিক কে তাও শনাক্তের চেষ্টা চলছে।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটক আসামিদের নামে মাদক চোরাচালান মামলা দিয়ে ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।