উপমহাদেশের মজলুম জননেতা জাতীয় ছাত্রদলের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় জেলা সদস্য মধুমঙ্গল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহবায়ক কামরুল হক লিকু। আরও বক্তব্য রাখেন জেলা আহবায়ক বিশ্বজিৎ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা যুগ্ম-আহবায়িকা পারভীন সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন বিদ্রোহী মাওলানা, মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।