চৌগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

র‌্যাব-৬ এর একটি চৌকসদল শুক্রবার যশোরে চৌগাছা উপজেলার দেবীপুর বাজারস্থ এ.বি.সি.ডি.ডিগ্রীকলেজের সামনে কোটচাঁদপুর হতে চৌগাছাগামী রাস্তা থেকে আলামিন হোসেন এক যুবককে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সে ওই উপজেলার পাতিবিলা গ্রামের উলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় চৌগাচা থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর রাত ৮ টার পর উক্ত কলেজের সামনে থেকে আলামিন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।