গণফোরামের সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর : ড. কামাল

d kamal
ফাইল ছবি

গণফোরামে বিগত সময়ের সব ‘বহিষ্কার-পাল্টা বহিষ্কার’ অকার্যকর বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘দলের মধ্যে এ পর্যন্ত যেসব বহিষ্কার পাল্টা-বহিষ্কারের ঘটনা ঘটেছে তা এখন থেকে অকার্যকর বলে গণ্য হবে। উদ্ভূত সমস্যার সমাধানে জাতীয় কাউন্সিল হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কামাল হোসেন স্বাক্ষরিত এবং তার সেক্রেটারি শাহ জাহান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল-বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দলের ভেতর যে বহিষ্কার পাল্টা–বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে।’

২০১৯ সালে ২৬ এপ্রিল গণফোরামের সর্বশেষ কাউন্সিল হয়। কাউন্সিলে দলে নতুন যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলের জ্যেষ্ঠ নেতারা। এরপর শুরু হয় বহিষ্কার পাল্টা-বহিষ্কার।