মহাকাশ থেকে হিমালয়ের অপরূপ ছবি তুলল নাসা

নিচে ভারতের রাজধানী দিল্লি আর পাকিস্তানের লাহোরের ঝলমলে আলোর মেলা। এর ঠিক উপরেই বরফে ঢাকা বিশাল হিমালয়ান রেঞ্জ। এমনই এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।

এই ছবি তুলেছেন মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একজন সদস্য। ছবিটি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‌‘বরফে ঢাকা অপরূপ হিমালয় পর্বত শৃঙ্গের এই লং-এক্সপোজার ছবি তুলেছেন আমাদেরই একজন ক্রু মেম্বার। পৃথিবীর উচ্চতম এই পর্বত শৃঙ্গের সৃষ্টি হয়েছিল ৫০ মিলিয়ন বছর আগে, ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে ধাক্কা লেগে।

ছবিতে হিমালয়ান রেঞ্জের দক্ষিণ দিকে বা ডানদিকে রয়েছে উত্তর ভারত এবং পাকিস্তানের অসম্ভব সুন্দর ও উর্বর কৃষিভূমি। আর উত্তরদিকে বা বামদিকে রয়েছে তিব্বতের মালভূমি, যাকে ‘পৃথিবীর ছাদও বলা হয়’। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের লাহোরকেও দেখা যাচ্ছে ছবিতে।