করোনা: ভ্যাকসিন প্রয়োগে বিশ্বে সবচেয়ে এগিয়ে ইসরায়েল

করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ভ্যাকসিন প্রদানের এই তথ্য প্রকাশ করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক একটি সংস্থা। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষা বিষয়ক অলাভজনক উদ্যোগ।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইতোমধ্যেই ১০ লাখের বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। দেশটিতে প্রতি ১০০ জনে ১১.৫৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।

ইসরায়েলের পরেই ভ্যাকসিন প্রয়োগের তালিকায় রয়েছে বাহরাইন ও যুক্তরাজ্য। দেশ দুটিতে যথাক্রমে ৩.৪৯ ও ১.৪৭ শতাংশ জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। এদিকে, ফ্রান্সে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৩৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।