ফেসবুক-টুইটারের কাছে তথ্য বিক্রি করছে হোয়াটসঅ্যাপ

whatsapp

ফেসবুক-টুইটারের কাছে তথ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে এ বিষয়টি কার্যকর করা হবে। হোয়াটসঅ্যাপের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। নতুন এ সিদ্ধান্তের কারণে অনেকে হোয়াটসঅ্যাপ ছাড়ছেন। কেউ আবার না দেখেই হোয়াসটঅ্যাপের নতুন নীতিতে সমর্থন দিয়ে আপসোস করছেন।

সপ্তাহখানেক আগে থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো শুরু করে। এতে টার্মস অব সার্ভিস ও প্রাইভেসির পলিসির পরিবর্তনের কথা জানানো হয়।

ব্যবহারকারীদের বলা হয়েছে, এ অ্যাপ ফেসবুককে নতুন অংশীদারিত্বের ভিত্তিতে তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নীতিগত এ পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপ বার্তা আদান-প্রদান, কল, স্ট্যাটাস, গ্রুপ, গ্রুপের নাম, ছবি, গ্রুপের বিস্তারিত তথ্য, প্রোফাইল ছবি, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, তিনি সর্বশেষ কী দেখেছেন, অর্থ পরিশোধ ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ করতে পারবে।