যশোর সেনানিবাসে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের অংশ হিসেবে সোমবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল ম্যারাথন।

মুজিববর্ষ উদযাপনে ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধায়নে যশোর অঞ্চলে এ ম্যারাথনের আয়োজন করা হয়।

সেনানিবাসে সোমবার বিকেলে বেলুন ও ফেস্টুুন উডিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিওসি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

ডিজিটাল ম্যারাথনে অংশ নেন ৩শ সেনাসদস্য। ৫ কিলোমিটার দৌড় দেন প্রতিযোগিরা। মোবাইল অ্যাপসের সহায়তায় সময় কাউন্টিংয়ের মাধ্যমে প্রতিযোগিরা অংশ নেন এ ম্যারাথনে।

সৈনিকদের মধ্যে প্রথম হন জাহিদ, দ্বিতীয় এনামুল ও তৃতীয় হয়েছেন নাহিদ। এছাড়া মোট ২০ জন সেনা সদস্যকে পুরস্কৃত করা হয়।

অফিসার ক্যাটাগরিতে জয়ী হন কাপ্টেন মঞ্জুর, মেজর ইমরান, ক্যাপ্টেন রাকিব, ক্যাপ্টেন হারুন ও লেফটেন্যান্ট ইফতেখার।

ম্যারাথন শেষ হয় সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে। সেখানে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

মেজর জাকারিয়া সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে ১০ হাজার সেনাসদস্য অংশ নেবেন ম্যারাথন দৌড়ে। এছাড়া ৭০ হাজার সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা হবে এ কার্যক্রমে।