বিএনপি নেতারা পিঁপড়ার মতো গর্ত থেকে বের হয়ে আসছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে সত্য থাকতে পারে না। সত্য গেছে কবরে। দেশে মিথ্যার চাষাবাদ হচ্ছে। দেশে এতো গুম, খুন, মামলা করলো তারপরও বিএনপি নেতারা পিঁপড়ার মতো গর্ত থেকে কাতারে কাতারে বের হয়ে আসছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহাগর বিএনপির উদ্দ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমার একটাই কথা, জিয়া পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এতো প্রতিহিংসা কেন? জিয়াউর রহমানের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উনার প্রতিহিংসা থামবে না। বাজপাখির মতো, ঈগলের মতো ওনাদের প্রতিহিংসার পাখা ঝটপট ঝটপট করে সবসময়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় হাসিনা আপনি বলেননি তারেক রহমানের মালয়েশিয়াতে কারখানা আছে? কই অবৈধভাবে ১২ বছর ক্ষমতায় আছেন। আপনার এত গুন্ডা বাহিনী এতকিছু তারেক রহমানের কারখানা মিল-কারখানা কই? আপনি তো সেই কারখানার কোন ছবি দেখাতে পারলেন না। আপনি এগুলো মিথ্যা কথা বলেছেন। কিন্তু এখন জনগণ জানে। এমনকি আপনার মন্ত্রীরাও বলছে মালয়েশিয়ায় যারা ক্যাসিনিও করেছে। রাজকোষের অর্থ আত্মসাৎ করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানিয়েছে। এরা কারা? এরা আওয়ামী লীগের নেতাকর্মী।

বিএনপর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য দেন।