৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বর থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী তানিম আহম্মেদ, নাজমুস সাকিব, অলিদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, তাদের ইয়ার লস করা চলবে না। শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। অতিরিক্ত ফি প্রত্যাহারসহ প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে।