যশোরে আরো দুজনের করোনা পজিটিভ

coronavirus jessore map

কোভিড-১৯ রোগে যশোর জেলায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) নতুন করে ২জন আক্রান্ত হয়েছে । এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭২৭জন। মারা গেছে ৫৬জন ও সুস্থ্ হয়েছেন ৪৪৩০জন।

যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কোন নমুনা রিপোর্ট আসেনি। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ থেকে ৩০টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ১ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। এছাড়া, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে র‌্যাপিট অ্যান্টিজেন্ট এর মাধ্যমে পরীক্ষার করে বৃহস্পতিবার ১জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ১০ মার্চ থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত যশোর জেলা থেকে ২২ হাজার ২শ’ ৩১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনায় পাঠানো হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ১শ’ ২৭ জনের রিপোর্ট আসে। বৃহস্পতিবার যশোর জেলা থেকে ২৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।