যশোর পুলিশ লাইনের সামনে থেকে কৌশলে ইজিবাইক নিয়ে চম্পট

jessore map

যশোর পুলিশ লাইন মাদ্রাসার সামনে থেকে কৌশলে এক চালকের কাছ থেকে একটি ইজিবাইক নিয়ে পালিয়েছে দুই দুর্বৃত্ত।

এই ঘটনায় কোতয়ালি থানায় ৬ দিন পর মামলা হয়েছে।

সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আবুল কালাম (৪৯) ১৪ ফেব্রুয়ারি দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার ইজিবাইকের মূল্য ১ লাখ ৭৪ হাজার ৪শ টাকা। গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তিনি পালবাড়ি স্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন। সে সময় দুই যুবক এসে পুুলিশ লাইনের সামনে থেকে কম্পিউটার আনতে হবে বলে ভাড়া করে। তিনি পুলিশ লাইনের সামনে পৌছালে একজন নেমে যায়। বাকি জন ফের পালবাড়ির দিকে যেতে বলে তিনি পুুলিশ লাইন টালিখোলা মাদ্রাসার সামনে গেলে যে যুবক পুলিশ লাইনের সামনে নেমে যায় তাকে ডাকতে বলে। তিনি সরল বিশ্বাসে ইজিবাইক রেখে পায়ে হেটে পুলিশ লাইনের সামনে গেলে কাউকে দেখতে পান না। ফের ইজিবাইকের কাছে ফিরে এসে দেখেন ইজিবাইকসহ ওই যুবক নেই। তার ইজিবাইকটি নিয়ে চম্পট দিয়েছে।