বাঘারপাড়ায় ৫ শতাধিক শ্রমজীবীদের মাঝে খাবার বিতরণ

যশোরের বাঘারপাড়ায় ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে এনজিও সংস্থা গেইন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খাজুরা বাজার আড়ৎপট্টিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ রানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের হাতে খাবার তুলে দেন। এ সময় বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায় উপস্থিত ছিলেন।

খাজুরা যুব সেবা সংঘের সভাপতি মতিউর রহমান জানান, ‘খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের শরীরে পুষ্টিগুন বাড়াতে এনজিও সংস্থা গেইন’র রেড প্রকল্পের অর্থায়নে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহত্তর খাজুরা এলাকায় পর্যায়ক্রমে প্রতিদিন ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে সকালের খাবার (নাস্তা) বিতরণ করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গেইন’র প্রকল্প প্রতিনিধি মাহফুজুর রহমান বিপুল, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ।