যশোরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর যশোরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন যশোর, জেলা ছাত্রলীগ, জেলা তরুণলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, জাতীয় পার্টি, জাগপা, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পন করেন।

এছাড়া দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রভাতফেরি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশের কবিতা পাঠের আসর, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি।