বাঘারপাড়ায় বাঁচতে শেখার ‘উপজেলা সংলাপ’ অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়ায় বাঁচতে শেখা’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ ও সেবা সম্পর্কিত ‘উপজেলা সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।

এ সময় বাঁচতে শেখার’র প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট এমকে মন্ডল মহেন, প্রজেক্ট কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতী ফেরদৌস লাবনী, বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, পুলিশের এসআই সজল কুমার বিশ্বাস, বাঁচতে শেখার’র প্রকল্প সহায়ক মৃদুল কান্তি রায়, আকলিমা খাতুন, জনপ্রতিনিধি, ইমাম, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।