৭ই মার্চ উপলক্ষে গর্জে ওঠো’র কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক সংগঠন গর্জে ওঠো।

রবিবার বেলা ১১ টায় যশোর ইনিস্টিউট নাট্যকলা সংসদে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি কামাল মুস্তাফার সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও যশোর ইনস্টিটিউট শনিবাসরীয় সাহিত্য আসরের আহবায়ক মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হায়দার আলী সিম্বা, যশোর ইনিস্টিউট নাট্যকলা সংসদের সম্পাদক চুন্নু সিদ্দিকী, রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোফরাদ হোসনে অলিন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রণব দাস।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গর্জে ওঠো’র সাধারণ সম্পাদক বোরহান ইউসুফ।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খালিদ হাসান রিফাত (সরকারি এম এম কলেজ, যশোর), ২য় স্থান অধিকার করেন আশা আক্তার সিদ্দিকী (মুসলিম একাডেমি, যশোর), ৩য় স্থান অধিকার করেন মোঃ সদেকীন হাসান (ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর)।

এছাড়াও উপস্থিত ছিলেন গর্জে ওঠো’র সাংগঠনিক সম্পাদক ফাহিম আহম্মেদ, সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসতিয়াক আবির, সহ সমাজসেবা সম্পাদক সুমাইয়া উষ্মী, সাদিয়া ইয়াসমিন, নাহিদা আক্তার, ইশমাম শাহারিয়ার, শরীফ উদ্দিন অদ্রি, আফিফা ফেরদৌস শ্বেতা, শাহরিয়ার ইসলাম তুর্য, মোঃ রেজওয়ান প্রমুখ।