‘ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না’

আগামী ৩১ মার্চ যশোর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোর পুলিশ লাইন মাঠে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার৷

এসময় তিনি পৌরসভা সাধারণ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।

ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,গোলাম রব্বানী শেখ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।