স্বাস্থ্যবিধি না মানায় যশোরে ৫১ মামলায় ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায়

jessore map

যশোরে লক ডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সদর উপজেলাসহ ৭ উপজেলায় ৫১ মামলায় ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে, উপজেলা সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার ১৫ এপ্রিল এ জরিমানা আদায় করেন।

৪৫ হাজার ৫শ টাকা জরিমানা মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৃষ্ণ চন্দ্র ৩ টি মামলায় ১৬ হাজার ৫ শ টাকা, এনডিসি মামুনুর রশীদ ১ টি মামলায় ২শ টাকা, মোহম্মদ মাহামুদুল হাসান ৪ টি মামলায় ১৯শ টাকা, মেহরাজ শারবীন ৩টি মামলায় ৩শ টাকা, নাদির হোসেন শামীম ২টি মামলায় ১২শ টাকা, শেখ মঈনুল ইসলাম মঈন ২টি মামলায় ২শ টাকা, কাজি আতিকুর রহমান ১টি মামলায় ২শ টাকা, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ৫টি মামলায় ৫শ টাকা, সদরের সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন ৩টি মামলায় ২৫শ টাকা জরিমানা আদায় করেছেন। অভয়নগরের সহকারি কমিশনার ভুমি নারায়ন চন্দ্র পাল ৮টি মামলায় ৩৬শ টাকা, অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ৩টি মামলায ৩হাজার টাকা, মনিরামপুরের সহকারি কমিশনার ভুমি পলাশ কুমার দেবনাথ ৫টি মামলায় ১৩শ টাকা, কেশবপুরের নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ৩টি মামলায় টাকা ২৫শ টাকা, কেশবপুরের সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৩টি মামলায় ৯শ টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ২টি মামলায় ৬শ টাকা, শার্শা সহকারি কমিশনার ভুমি রাশনা শারমিন মিথি ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।