মিতু হত্যা মামলায় সাক্কুর ৪ দিনের রিমান্ড

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাক্কুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশের আবেদেনর প্রেক্ষিতে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) শফী উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে রাঙ্গুনিয়া থেকে সাইদুল ইসলাম সিকদারকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি দল। বুধবার মিতুর বাবা মোশারফ হোসেন যে মামলা করেছেন তাতে সাক্কুর নাম রয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

নগর গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য মতে , মিতু হত্যাকাণ্ডে অংশ নেয়া খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছিল সেটা সরবরাহকারী ছিলেন এই সাক্কু। তার ছোট ভাই কামরুল ইসলাম শিকদার হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে। এ ঘটনায় বুধবার বাবুল আকতারসহ আটজনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর তার বাবা মোশারফ হোসেন।

এর আগে মঙ্গলবার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুলকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। গত ১১ মে দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।