ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন (৩১ মে পর্যন্ত) বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতিসংক্রামক ধরণ ঠেকাতে এই সিদ্ধান্ত।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নতুন করে ৩১ মে পর্যন্ত ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ থেকে ২৩ মে এবং তৃতীয় ধাপে ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন দেশে ফিরছেন অসংখ্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। গত ২৬ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ভারত থেকে ফিরেছেন তিন হাজার ৩১৪ বাংলাদেশি। এর মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন। ফেরত আসা যাত্রীদের কোয়ারিন্টিনে রাখা হয়েছে। আর করোনা আক্রান্তদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।