দেশে অনুমোদন পেল ফাইজারের টিকা

দেশে ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুটরিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।