ক্যারিয়ারের সেরা ফিটনেসে আছি : মাহমুদউল্লাহ

ফিটনেস সমস্যার কারণে মাঝখানে অনেকদিন বোলিং করতে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। এখন তিনি বোলিং করতে পারছেন। ৩৫ পেরোনো মাহমুদউল্লাহর দাবি, তিনি এখন ক্যারিয়ারের সেরা ফিটনেসে আছেন। অবশ্য তার দাবি উড়িয়ে দেওয়ার উপায় নেই। কারণ এখন তার ওজন আগের চেয়ে কমেছে। ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দারুণ পারফর্মও করেছেন। তবে রান ৪০ পেরোনোর পর তাকে রানিং বিটুইন দা উইকেটে কিছুটা ধুঁকতে দেখা যায়।

দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই প্রথমবারের মতো লঙ্কানদের সিরিজ হারিয়েছে টাইগাররা। আগামীকাল শেষ ম্যাচ জিতলে ধোলাই করা যাবে অতিথিদের। শেষ ম্যাচের আগের দিন আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মনে হয়, ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আছি। এটা নিয়ে গত দুই-তিন বছর ধরে কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি। রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম, ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করতে হয়। এই জিনিসগুলো করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভালো থাকে।’

প্রথম দুই ম্যাচেই মাহমুদউল্লাহ আর মুশফিক দারুণ জুটি গড়েছেন। দুই ম্যাচেই দলের মহাবিপদে তারা হাল ধরেছেন। প্রথম ম্যাচে ৫৪ করার পর দ্বিতীয় ম্যাচে ৪১ রানে আউট হন মাহমুদউল্লাহ। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নেই তার, ‘ধারাবাহিক থাকার চেষ্টা করছি। ভালো অনুভব করছি। যেটা আমি সব সময় অনুভব করি, সঠিক সময়ে দলের জন্য অবদান রাখা। যেহেতু আমি ছয় নম্বরে ব্যাটিং করছি, যদি ঠিক সময়ে সঠিকভাবে দলের জন্য অবদান রাখতে পারি তাহলে আমার জন্য এবং দলের জন্য ভালো। কালকে আরেকটি সুযোগ, কালকেও ভালো করার চেষ্টা করব।’